পরামর্শ
১) কাপড় যতটা সম্ভব কম নিবেন কারন গাদাগাদি কাপড় নিবেন ঠিকই কিন্তু পড়া হবেনা সব।
২) প্ল্যাস্টিকের এক ধরনের জুতা পাওয়া যায় প্যাগাসাসের পারলে সেগুলা নিবেন তাহলে পাহাড়ি পথ পারি দিতে সহজ হবে।কারন সেগুলা মাটি আকড়ে রাখতে সক্ষম।রুমা বাজারে পাবেন ১৫০-২০০ টাকা নিবে।
৩) পাহাড়ি আদিবাসিদের ধর্ম, সংস্কৃতি কে সম্মান প্রদর্শন করবেন, পাহাড়ে থেকে তাদের সমালোচনা করবেন না।
৪) ট্রেকিং এর সময় বেশি জোড়ে না হেটে একটা এভারেজে হাটুন কষ্ট কম হবে।
৫) ঝর্ণা দেখে বেশি উৎসুক হয়ে রিস্ক নিতে যাবেন না, কারন ঝর্নার পানি যে সব পাথরের উপড় দিয়ে গড়িয়ে পড়ে টা খুবই পিচ্ছিল।
৬) সাথী সঙ্গীদের যতটা সম্ভব সাহায্য করুন এবং মনোবল যোগান।
৭) মনে রাখবেন আপনি যেখানে থাকবেন যে পথে হাটবেন এমন কোন চিনহ রেখে যাবেন না যা পরিবেশ কে নষ্ট করে।
৮) চানাচুর,চিপস,বিস্কুটের প্যাকেট গুলা নিজের ব্যাগে ভরে যথাস্থানে ফেলবেন,যত্রতত্র ফেলে দিবেন না।
৯) কোন দেয়ালে পাথরে শিল্পকর্ম দেখাতে যাবেন না।
১০) সাতার না জানলে গভীর জলে নামবেন না।
No comments